গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের মহানপট্রিতে অবস্থিত ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ করেন তারা।
সমাবেশে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, সহ-সভাপতি রবিন চৌধুরি ও সাংগঠনিক সম্পাদক মো. আকবর আকনসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্যে নেতারা বলেন, স্বৈরাচার শেষ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করলেও তার ষড়যন্ত্র বন্ধ নেই। তার ষড়যন্ত্রের অংশ হিসেবে গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও স্বেচ্ছাসেবক দল নেতা দিদারকে হত্যা করেছে গোপালগঞ্জ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সমাবেশ থেকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার বিচারসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলার বিচারের দাবি জানিয়েছেন বক্তারা।