শহীদ মিনারে বৃষ্টি উপক্ষো করেই চলছে বিএনপির স্মরণসভা
গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আয়োজিত সভায় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে বিএনপি এ স্মরণসভার আয়োজন করে।
এদিন বৃষ্টি উপক্ষো করেই ঢাকার বিভিন্ন স্থান থেকে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী দলে দলে শহীদ মিনারে উপস্থিত হতে থাকেন। এসময় নেতাকর্মীদের হাতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের ছবিযুক্ত ব্যানার দেখা যায়। তবে নেতাকর্মীদের স্লোগান দিতে নিষেধ করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।