বন্যার কারণে রফতানিমুখী ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানকে সহায়তা করবে সরকার

0

বন্যার কারণে রফতানিমুখী যেসব শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের শ্রমিকদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে সেই জন্য সহায়তা করবে সরকার।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে যমুনার গেটে সাংবাদিকদের ব্রিফ করেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি জানান, অর্থ মন্ত্রণালয় থেকে সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কালো টাকা সাদা করার যে বিধি ও রীতি তা বন্ধ করে দেওয়া হবে। এটা থেকে সরকার যেটুকু টাকা আনতে পারে, সেটা টাকা দিয়ে সরকারের খুব আগায় না। তবে মূল্যবোধের অবক্ষয় হয়। এটার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com