জনগণকে মানসম্পন্ন বই দিতে ব্যর্থ হচ্ছে বইমেলা, বললেন আফসানা বেগম
রোববার একাত্তর টিভিতে ‘বইমেলার ঐতিহাসিক গুরুত্ব কি হ্রাস পাচ্ছে’ টকশো অনুষ্ঠানে একথা বলেন তিনি।
কথাসাহিত্যিক ও অনুবাদক আফসানা বেগম বলেন, প্রতি বছর বই মেলায় বই প্রকাশের সংখ্যা বাড়ছে কিন্তু বইয়ের ভেতরে সঠিক মান নির্ণয় হচ্ছে না, বইয়ের ভিতরে মননশীল কিছু থাকছে না। বই প্রকাশে বইয়ের মানদন্ড নিশ্চিত করতে সঠিক নীতিমালা করতে হবে।
অনুষ্ঠানে প্রকাশক রবিন আহ্সান বলেন, সাধারণ মানুষ কোনো অভিজ্ঞতা ছাড়া বই প্রকাশ করার কারণে বইয়ের মান কমে যাচ্ছে। যার ফলে বইমেলায় পাঠক কমে যাচ্ছে, বই প্রকাশের ক্ষেত্রে সকল বিষয় যাচাই-বাচাই করে প্রকাশ করতে হবে। এ বিষয়গুলোর প্রতি প্রকাশকদেরকে আরো সচেতন হতে হবে।
একই অনুষ্ঠানে স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝর বলেন, আমাদের কোথায় দুর্বলতা রয়েছে দ্রুত সেটি পরিবর্তন করতে হবে, বইটাকে পণ্য না ভেবে সেটিকে অর্থপূর্ণ করতে হবে। বাংলা একাডেমিকে সকল মিডিয়া এবং লেখকদেরকে নিয়ে বৈঠক করে এ বিষয়গুলোর সমাধান করতে হবে।