সৌম্য–মিরাজদের পারফরম্যান্সে চোখ কোচ, নির্বাচকদের

0

রাসেল ডমিঙ্গো বাংলাদেশে এসেই জানিয়েছিলেন, পাইপলাইন সমৃদ্ধ করতে আন্তর্জাতিক ক্রিকেটের ফাঁকে তিনি বিসিবির অন্য দলগুলোর খেলা দেখতে চান। সেটিরই অংশ হিসেবে শ্রীলঙ্কায় বাংলাদেশ ‘এ’ দলের খেলা দেখতে যাচ্ছেন ডমিঙ্গো। তাঁর সঙ্গে থাকছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

শ্রীলঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। কাতুনায়াকেতে বৃষ্টিবাধায় চার দিনের ম্যাচের প্রথম দুই দিনে একটি বলও খেলা হয়নি। বাকি দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসও খেলা উপযোগী নয়। দুই দিন বাকি থাকতেই কাল বাংলাদেশ ও শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রথম চার দিনের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

সিরিজের দ্বিতীয় চার দিনের ম্যাচ শুরু হবে ৩০ সেপ্টেম্বর। শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী টেস্ট ভেন্যু গলে হতে যাওয়া ম্যাচটা মাঠে থেকে দেখবেন ডমিঙ্গো ও মিনহাজুল। প্রধান নির্বাচক কাল বললেন, ‘পরশু (কাল) আমি আর কোচ যাচ্ছি শ্রীলঙ্কায়। চার দিনের ম্যাচটা দেখব। শ্রীলঙ্কা থেকে ৮ অক্টোবর কোচ ছুটি কাটাতে চলে যাবে দক্ষিণ আফ্রিকায়। দলের সঙ্গে যোগ দেবে ভারত সফরের আগে শুরু হওয়া অনুশীলন ক্যাম্পে।’

নভেম্বরে ভারত সফরে যারা টি-টোয়েন্টি স্কোয়াডে থাকবেন, তাঁরা জাতীয় লিগের দুটি রাউন্ড খেলবেন। আর যাঁরা টেস্ট স্কোয়াডে থাকবেন তাঁরা খেলবেন তিনটি রাউন্ড। তার আগে ‘এ’ দলের ক্রিকেটারদের বড় সুযোগ, শ্রীলঙ্কা সিরিজে রান করে কোচ ও নির্বাচকদের নজরে আসার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com