রাইসির মৃত্যুতে মোটেও পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না: ইরান

0

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মৃত্যুতে ইরানের পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার দেওয়া এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় দুই নেতার প্রতি শোক ও সমবেদনা জানায়।

মন্ত্রণালয়টি বলেছে, এই দুই নেতার মৃত্যুতেও জাতীয় স্বার্থ হাসিলে ইরানের কূটনৈতিক উদ্দেশ্য এবং ইতিবাচ ও গঠনমূলক ইরানি বৈশ্বিক নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত কয়েক বছর ধরে রাইসি ও আমির-আব্দুল্লাহিয়ানের নেতৃত্বে দুর্দান্ত গতিতে এগিয়ে গেছে ইরানের পররাষ্ট্র নীতি। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের ভাবমূর্তি সমুন্নত করতে বেশ অবদান রেখেছেন এই দুই নেতা। বিভিন্ন দেশের সাথে ভালো সখ্য গড়তেও জোর কদমে কাজ করেছন তারা।

রোববার এক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: টাইমস অব ইসরাইল

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com