খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারী নয়াপল্টন কার্যালয়ের সামনে সমাবেশ
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২০, বেলা ২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া একই দিন একই দাবিতে সারাদেশে জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র এক যৌথসভায় এ কর্মসূচির সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। উপরোক্ত কর্মসূচিগুলো যথাযথভাবে পালন ও সাফল্যমন্ডিত করতে বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে অনুরোধ করা হলো।