ইসরায়েলের সাথে কোনও প্রকার যোগাযোগ স্থাপন বাংলাদেশের মানুষ বরদাশত করবে না

0

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, ফিলিস্তিনে দীর্ঘ ৬ মাস ধরে চলমান ইসরায়েলি বর্বরতা বন্ধে জাতিসংঘ, ওআইসিসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। মুসলিম বিশ্বের নেতাদেরকে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। এ ব্যাপারে আমরা বাংলাদেশ সরকারকে অবিলম্বে আন্তর্জাতিক অঙ্গনে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার (২৬ এপ্রিল) জুমার নামাজের পর বায়তুল মোকাররম উত্তর গেটে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলশেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ঈদের দিন ইসরায়েল থেকে সরাসরি বিমান বাংলাদেশে কেন এলো এবং আবার কী নিয়ে চলে গেলো সরকারকে তার জবাবদিহি করতে হবে। ইসরায়েলের সাথে কোনও প্রকার যোগাযোগ স্থাপন বাংলাদেশের মানুষ বরদাশত করবে না।’

মাওলানা বাছিত বলেন, ‘ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে মুসলিম দুই সহোদরকে পিটিয়ে যে হত্যা করা হয়েছে তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। খুনিদের মধ্যে প্রভাবশালীদের এখনও গ্রেফতার করেনি প্রশাসন।’

ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ ও ফরিদপুরের পঞ্চপল্লীতে মুসলিম শ্রমিক সহোদর হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী শাখা আজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com