সিলেটের বিশ্বনাথে মেয়রের বিরুদ্ধে কাউন্সিলরের মামলা

0

সিলেটের বিশ্বনাথে এবার মেয়র মুহিবুর রহমানের হামলার শিকার হয়েছেন মহিলা কাউন্সিলর রাসনা বেগম। এ ঘটনায় বিশ্বনাথে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার রাতে মেয়রের বিরুদ্ধে ঝাড়ু মিছিলের পর গতকাল থানায় মামলা করা হয়েছে।

মামলার বাদী হচ্ছেন কাউন্সিলর রাসনা বেগম। মেয়রসহ ৮ জনের নাম উল্লেখ করে এ মামলা করা হয়েছে।

মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে ক্ষুব্ধ ৭ জন কাউন্সিলর। ইতিমধ্যে তারা মেয়রের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। বুধবার দায়ের করা মামলার আসামিদের মধ্যে রয়েছেন পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর ফজর আলী, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর বারাম উদ্দিন, পৌর এলাকার শিমুলতলা গ্রামের আত্তর আলীর পুত্র সুরমান আলী (মেয়রের এপিএস), দক্ষিণ মিরেরচর গ্রামের মৃত রুস্তুম আলীর পুত্র মিতাব আলী, রামকৃষ্ণপুর গ্রামের পুত্র তবারক আলীর আনোয়ার আলী, রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামের শমসের আলীর পুত্র হেলাল মিয়া (মেয়রের গাড়ির ড্রাইভার), পৌর এলাকার জানাইয়া (মশুলা) গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আব্দুস শহিদ।

পৌরসভার মহিলা কাউন্সিলর রাসনা বেগমের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার রাতে পৌর এলাকায় সর্বস্তরের নাগরিকের ব্যানারে মেয়রের বিরুদ্ধে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় মেয়র মুহিবুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com