চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যু, হাসপাতালে আন্দোলন

0

চিকিৎসা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন হরিজন সম্প্রদায়ের সদস্যরা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) তারা মেডিকেল কলেজ হাসপাতালের গেটে প্রায় দুই ঘণ্টা অবস্থান নিয়ে আন্দোলন করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিকেল ৩টার দিকে তারা সরে যান।

হরিজন সম্প্রদায়ের লোকজন জানান, বুধবার রাত ১২টার দিকে হরিজন সম্প্রদায়ের সাধারণ সম্পাদক খোকন জমাদ্দার (৪৫) শারীরিক অসুস্থতা নিয়ে প্রথমে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখান থেকে তাকে ওই সময়ই শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে তার সঠিক চিকিৎসা দেওয়া হয়নি বলে স্বজন ও সম্প্রদায়ের লোকজন অভিযোগ করেন। তারা জানান, তারা চিকিৎসকদেরকে বারবার বলেছেন এখানে চিকিৎসা না হলে তারা বাইরে নিয়ে যাবেন। কিন্তু চিকিৎসকরা তাতে সায় দেননি বলে অভিযোগ করেন তারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com