ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ৩০টির বেশি ঘরবাড়ি বিধ্বস্ত

0

ব্রাহ্মণবাড়িয়ায় কালবৈশাখী ঝড়ের আঘাতে ৩০টির বেশি ঘরবাড়ি ভেঙে গেছে। রোববার (৩১ মার্চ) সকালে সদর উপজেলায় ঝড়ো বাতাস আঘাত হানে। এতে উপড়ে পড়েছে গাছ-বৈদ্যুতিক খুঁটি, ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও ফসল।

খোঁজ নিয়ে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের প্রভাবে ৩০ থেকে ৩৫টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

স্থানীয়দের বরাত দিয়ে সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুক বলেন, ঘরবাড়িসহ কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে উড়শিউড়া এলাকায় পল্লী বিদ্যুতের উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। গাছ ভেঙে পড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ও খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। বর্তমানে গ্রাম ঝড়ের পর থেকে বিদ্যুৎহীন রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com