শীর্ষে ফিরলেন জকোভিচ

0

অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ে এটিপি র‌্যাংকিংয়ের শীর্ষে ফিরেছেন নোভাক জকোভিচ। অন্যদিকে প্রথমবার কোনো গ্র্যান্ড সø্যামের ফাইনালে উঠেই চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন উইটা র‌্যাংকিংয়ের ৭-এ উঠে এসেছেন।

রবিবার মেলবোর্ন পার্কের ফাইনালে সার্বিয়ান কিংবদন্তি ৬-৪, ৪-৬, ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারান অস্ট্রিয়ার ডমিনিক তিমকে। গত নভেম্বরে জকোভিচকে পেছনে ফেলেছিলেন রাফায়েল নাদাল। ৩৩ বছর বয়সে সবচেয়ে বয়সী নাম্বার ওয়ান হয়েছিলেন এই স্প্যানিয়ার্ড। সেই নাদাল এবার রানার্সআপ তিমের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে যান অস্ট্রেলিয়ান ওপেনে। নাম্বার ওয়ান হিসেবে জকোভিচের ২৭৬তম সপ্তাহ শুরু হলো। ১৯৭০-এর কম্পিউটারাইজড র‌্যাংকিং পদ্ধতি চালু হওয়ার পর এটা

তৃতীয় সর্বোচ্চ সপ্তাহ শীর্ষে থাকা। রেকর্ডটা রজার ফেদেরারের। তিনি ৩১০ সপ্তাহ শীর্ষে ছিলেন। দ্বিতীয়তে আছেন আরেক কিংবদন্তি পিট সাম্প্রাস। জকোভিচ যদি অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত ১ নম্বরে থাকতে পারেন তবে ফেদেরারকে ছাড়িয়ে যাবেন তিনি। আর সেটাই লক্ষ্য তার, ‘এটি অবশ্যই দুটি বড় লক্ষ্যের একটি। এতে রাখঢাক করার কিছু নেই।’ জকোভিচের পর র‌্যাংকিংয়ে আছেন নাদাল, ফেদেরার। ৫ থেকে তিম উঠে এসেছেন ৪-এ। মেদভেদেভ নেমে গেছেন ৫-এ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com