মানিকগঞ্জ শিবালয়ে কাঠপট্টিতে অগ্নিকাণ্ড

0

মানিকগঞ্জ শিবালয় উপজেলার আরিচা বন্দর এলাকায় কাঠপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৫ মার্চ) ভোর ৪টার দিকে শিবালয়ের আরিচা বন্দর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে একটি কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগে। ধীরে ধীরে সেই আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে সেখানে থাকা ছোট বড় ১৫টা ফার্নিচারের দোকান, একটি স’মিল ও পাশে থাকা একটি বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। শিবালয় ও ঘিওরের ফায়ার সার্ভিসের মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com