টিসিবির স্বল্প মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে অনিয়ম

0

রংপুরের গঙ্গাচড়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্বল্প মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে পাঁচ ডিলারের বিরুদ্ধে। এ ঘটনায় তাদের কারণ দর্শাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ তামান্না সই করা এক চিঠিতে তাদের কারণ দর্শাতে বলা হয়। পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।

অভিযুক্তরা হলেন বেতগাড়ি ইউনিয়নের মেসার্স শাহ স্টোর গজঘণ্টা ইউনিয়নের মেসার্স মাহামুদ স্টোর, মেসার্স সাবির এন্টারপ্রাইজ, মেসার্স মামুন এন্টারপ্রাইজ এবং উত্তর কোলকোন্দের মের্সাস নাফিজা এন্টারপ্রাইজ।

অভিযুক্ত এ পাঁচ ডিলারের বিরুদ্ধে প্রায় ৬০-৭০ জন ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ফেব্রুয়ারি মাসের পণ্য বিতরণ না করার অভিযোগ রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com