মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩ হাজার ৭০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

0

মুন্সীগঞ্জের গজারিয়ায় ৩ হাজার ৭০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভবেরচর কলেজ রোড, ভবেরচর বাস স্ট্যান্ড, আলীপুরা, ভিটিকান্দী এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার।

মেঘনাঘাট অঞ্চলিক বিপনণ অফিসের ব্যাবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ বলেন, অভিযানে উপজেলার ভবেরচর ইউনিয়নের ৫টি স্থানে ১১ কিলোমিটার এলাকাজুড়ে ৩ হাজার ৭শ আবাসিক সংযোগ, ৩টি রেস্তোরাঁ ১টি ঢালাই কারখানা, এবং ১০টি চা স্টলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, গজারিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) আখতারুজ্জামান জামান, ভবেরচর ইউপি প্যানেল চেয়ারম্যান সাদত আলী, আতিকুল ইসলাম, ভবেরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com