নেতানিয়াহুকে ‘কঠোর হুঁশিয়ারি’ আমিরাতের

0

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘কঠোর হুঁশিয়ারি’ দিয়ে সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সাথে থাকা স্থল বাণিজ্য সেতু বন্ধ করার হুমকি দিয়েছে। লোহিত সাগরে ইয়েমেনভিত্তিক হাউছিদের হামলার প্রেক্ষাপটে এই স্থল সেতু দিয়েই ইসরাইলে গুরুত্বপূর্ণ খাদ্য সরবরাহ এবং অন্যান্য সামগ্রী প্রবেশ করছে।

আমিরাত জানায়, ইসরাইল যদি গাজায় মানবিক সাহায্য প্রবেশ করতে না দেয়, তবে তারা এই সেতু বন্ধ করে দেবে। ইসরাইলি ওয়েবসাইট আই২৪নিউজ এক বিশেষ প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে।

ওয়েবসাইটটি একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, আমিরাত নেতানিয়াহুকে দুটির যেকোনো একটি বেছে নিতে বলেছে : অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সাহায্য প্রবেশ করার সুযোগ দাও, কিংবা ডিসেম্বরে প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ স্থল সেতুটি বন্ধ করা মেনে নাও।

উল্লেখ্য, লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজে হাউছিদের হামলার ফলে সমুদ্রবাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার পর এই বিকল্প রুটটি চালু হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com