আগামী ৭ জানুয়ারির পাতানো নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না: চরমোনাই পীর

0

বর্তমান সরকারের আমলে রাষ্ট্রব্যবস্থার অবনতি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর বিনাশ, রাজনৈতিক সংস্কৃতির বিনাশ, নির্বাচনী ব্যবস্থার মৃত্যু, সার্বভৌমত্বের ওপরে হুমকি, অর্থনৈতিক দুরবস্থা, পোশাক খাতে অস্থিরতাসহ সংকটের বিভিন্ন দিক তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘৭ জানুয়ারি পাতানো নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না।’

আজ মঙ্গলবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচার রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে জাতীয় সংলাপে এ কথা বলেন তিনি।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘যদি এই সরকার অন্যায় ও জুলুমের মাধ্যমে ৭ জানুয়ারির নির্বাচন বাস্তবায়ন করতে চায় তাহলে আমাদের আহ্বান, এই পাতানো নির্বাচনে কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আজকে দেশ, জাতি ও ইসলামের করুণ অবস্থা। আলেমদের প্রতি আহ্বান জানাই, এই সরকারের সঙ্গে হাত মেলাবেন না।’

বর্তমান রাজনৈতিক সংকট অতীতের যেকোনো সময়ের চেয়ে জটিল ও বহুমাত্রিক উল্লেখ করে রেজাউল করীম আরও বলেন, ‘দেশ আক্ষরিক অর্থেই গৃহযুদ্ধের মতো পরিস্থিতির দিকে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব নিয়ে সীমানার বাইরে সিদ্ধান্ত হচ্ছে। ভূ-রাজনীতির জটিলতায় দেশ পরাশক্তির বিশেষ টার্গেটে পরিণত হয়েছে। অর্থনীতি প্রাতিষ্ঠানিকভাবে ধ্বংস হয়ে গেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে হত্যা করা হয়েছে, ক্ষমতার ভারসাম্য রক্ষার জায়গা নষ্ট করে রাষ্ট্রকেই অকার্যকর করা হয়েছে।’

সংলাপে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে ৩ দফা প্রস্তাব পেশ করেন রেজাউল করীম। তিনি বলেন, ‘একতরফা তফসিল বাতিল করে গ্রেপ্তারকৃত বিরোধী দলীয় রাজনৈতিক নেতা–কর্মীদের মুক্তি দিয়ে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে; বর্তমান বিতর্কিত পার্লামেন্ট ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে এবং কার্যকরী সংসদ, রাজনৈতিক সংহতি এবং শতভাগ জনমতের প্রতিফলনের জন্য সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন পদ্ধতি প্রবর্তন করতে হবে।’

সংলাপে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘পাকিস্তানিরাও উন্নয়নের কথা বলত কিন্তু ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি। আজকের সরকারও উন্নয়নের কথা বলছে কিন্তু জনগণের ভোটের মর্যাদা রক্ষা করতে পারছে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com