অসুস্থ বিএনপি নেতা আলালের চিকিৎসার কোনো ব্যবস্থাই নিচ্ছে না কারা কর্তৃপক্ষ: অভিযোগ ছেলের
অসুস্থ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের চিকিৎসার ব্যাপারে কোনো ব্যবস্থাই নিচ্ছে না কারা কর্তৃপক্ষ- এমন অভিযোগ করেছেন তার ছোট ছেলে সৈয়দ আরাফাত আব্দুল্লাহ অন্তর।
মঙ্গলবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির গুম-খুন-গ্রেফতার নেতাকর্মীদের স্বজনের প্রতিবাদ সমাবেশ এ অভিযোগ করেন তিনি।
অন্তর বলেন, ‘আমার বাবার কিছুদিন আগে কিডনির অপারেশন হয়েছে। তিনি খুবই অসুস্থ। তার এই মুহূর্তে ভালো চিকিৎসা দরকার। আমরা দুইবার শুনানি করার পরও তাকে জামিন দিচ্ছে না।’
তিনি বলেন, ‘বাবার কিডনি অপারেশনের পরে ডাক্তার বলেছেন মেডিকেলিক তোষকে শুয়ে থাকাতে হবে এবং কোলবালিশ নিতে, তা নাহলে কিডনির আরো বড় প্রবলেম হবে। এছাড়া আদালত থেকে নির্দেশ দেয়া হয়েছে সর্বোচ্চ চিকিৎসা করার জন্য। কিন্তু কারাগার কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। আমরা বাবার জন্য ডাক্তার অনুমোদিত মেডিকেটেড তোষক এবং বালিশ পাঠিয়েছিলাম কারাগারে, কিন্তু কারাগার কর্তৃপক্ষ সেটা ১৫ দিন পরে ফেরত পাঠিয়েছে। এই অবস্থায় বাবা জামিন না পেলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন।’
অন্তর আরো বলেন, ‘বাবাকে জেলে নেয়ায় মা-ও অসুস্থ হয়ে পড়েছেন। খুব কঠিনভাবে আমাদের সংসারটা চলছে। আমার বাবা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ যাদেরকে সরকার অন্যায়ভাবে আটক করে রেখেছে তাদের মুক্তি চাই।’