সরকারের পদত্যাগে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান সেলিমা রহমানের

0

বর্তমান সরকারের পদত্যাগে জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

তিনি বলেন, জনগণকে বলবো আপনারা এগিয়ে আসুন। আমরা কিন্তু আপনাদের জন্য লড়াই করছি। আপনারাও রাজপথে এগিয়ে আসুন। দেখা যাক কতজনের রক্তের ওপর দিয়ে প্রধানমন্ত্রী আবারো ক্ষমতায় যেতে পারেন।

তিনি বলেন, একটা ফ্যাসিস্ট সরকার কীভাবে নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য দেশের জনগণের ওপর তাণ্ডব চালিয়ে যাচ্ছে। শাহজাহান ওমরকে বিএনএমএ বা কিংস পার্টিসহ আরও কি কি দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে সরকার।

মঙ্গলবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি পেশ শীর্ষক সমাবেশ এসব কথা বলেন সেলিমা রহমান।

সুশাসন ফিরিয়ে আনতে লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়ে সেলিমা রহমান বলেন, দেশের মানুষ এক অসহনীয় পরিস্থিতিতে আছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় সরকারকে পদত্যাগে বাধ্য করা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com