গণতন্ত্রের সংজ্ঞা পরিবর্তন করে ফেলেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার: গণফোরাম
সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও ঘোষিত নির্বাচনি তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। সোমবার (২৭ নভেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত অবরোধের সমর্থনে মিছিল এবং প্রেসক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করে দল দুটি।
সংক্ষিপ্ত সমাবেশে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, গণতন্ত্রের সংজ্ঞা পরিবর্তন করে ফেলেছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। ২০১৪ সালে বিনা ভোটের গণতন্ত্র, ২০১৮ সালের রাতের ভোটের গণতন্ত্র এবং ২০২৪ সালে নতুন হাসিনামার্কা গণতন্ত্র চালু করতে চাচ্ছে। শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণ সেই সুযোগ দেবে না।
তিনি বলেন, মানুষ যখন জেগেছে অবশ্যই শেখ হাসিনার পতন দেখে ঘরে ফিরবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন একটা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।