নির্বাচনে সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবী নৌকার টিকিট পেলেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনের প্রার্থী ঘোষণা করেছে দলটি।
এবারের নির্বাচনে সুপ্রিম কোর্টের শতাধিক আইনজীবী আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।