মানুষ নিজের ভোটাধিকার অর্জন করতে রাজপথে নেমেছে, সরকারের পতন সুনিশ্চিত: সমমনা জোট

0

‘একতরফা নির্বাচন করার দিন শেষ। সধারণ মানুষ নিজের ভোটাধিকার অর্জন করতে রাজপথে নেমেছে, সরকারের পতন সুনিশ্চিত। নির্বাচন হবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে। অন্যথায় জনগণ একতরফা নির্বাচন হতে দেবে না।’

রোববার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিল শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ একথা বলেন।

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর দেশব্যাপী সপ্তম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোট।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com