মানুষ নিজের ভোটাধিকার অর্জন করতে রাজপথে নেমেছে, সরকারের পতন সুনিশ্চিত: সমমনা জোট
‘একতরফা নির্বাচন করার দিন শেষ। সধারণ মানুষ নিজের ভোটাধিকার অর্জন করতে রাজপথে নেমেছে, সরকারের পতন সুনিশ্চিত। নির্বাচন হবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে। অন্যথায় জনগণ একতরফা নির্বাচন হতে দেবে না।’
রোববার (২৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া মিছিল শেষে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টি—এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ একথা বলেন।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও একদফা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপিসহ যুগপৎ আন্দোলনে থাকা জোট ও দলগুলোর দেশব্যাপী সপ্তম দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী সমমনা জোট।