আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় গুলশানে দোয়া মাহফিল অনুষ্ঠিত

0

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কোকোর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আরাফাত রহমান কোকো রাজনীতিবিদ ছিলেন না, কিন্তু আমাদের সবার সাথে ভালো সম্পর্ক ছিল। ১/১১ এর সময় খালেদা জিয়াকে মাইনাস করার উদ্দেশ্যে, বিরাজনীতিকরণের উদ্দেশ্যে ১/১১ এর সরকার তারেক রহমান ও আরাফাত রহমানকে কী পরিমাণ নির্যাতন করেছে; এসব নির্যাতনের কারণে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য মালয়েশিয়া গিয়ে আর ফিরতে পারেননি। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের।

তিনি বলেন, আমরা আল্লাহতায়ালার কাছে দোয়া করবো, যেন আরাফাত রহমান কোকোকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে জায়গা করে দেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাছির উদ্দিন, এ জেড এম জাহিদ হোসেন, আহমদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবেদিন ফারুক, ইসমাঈল জবিউল্যাহ, সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, শাহিদা রফিক, হাবিবুর রহমান হাবিব, নজমুল হক নান্নু, তাহমিনা রুশদীর লুনা, মো. এনামুল হক চৌধুরী, সিরাজ উদ্দিন আহমেদ, সুকোমল বড়ুয়া, বিজন কান্তি সরকার, আফরোজা খান রিতা, আব্দুল কুদ্দুস, জয়নাল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপি প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com