আস্থা না থাকায় নির্বাচন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে জনগণ, বললেন নিপুণ রায়

0

রোববার রাতে একাত্তর টিভির “নির্বাচনের রাজনীতি” অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চেীধুরী বলেন,মানুষ এখন আওয়ামী লীগের সত্য আর মিথ্যা বুঝতে পারে ।

তিনি বলেন, বিএনপিকে কিভাবে আক্রমণ করা যায় এবং কীভাবে অভিযুক্ত করা যায় সেই পাঁয়তারা আওয়ামী লীগ সিটি নির্বাচন শুরুর প্রথম থেকেই করছে । উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের শাহ আলী মাযার ও গাবতলীর প্রচারণায় জয় বাংলা স্লোগান দিয়ে পেছন থেকে হামলা করা হয়েছে এবং গাবতলী গণসংযোগে হামলায় জড়িত ও মদতদাতারা ছিলেন স্থানীয় কাউন্সিলর এবং এমপি । টিভি ফুটেজে কারা হামলা চালিয়েছে প্রমাণ থাকার পরও সরকারিদল এটাকে অন্তর্কোন্দল বলছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন,হামলাকারী চিহ্নিত হওয়ার পরও প্রমাণ হচ্ছে না। প্রমাণ করতে তদন্ত কমিশন করা দরকার, তদন্ত কমিশন গঠনের কোন নমুনা দেখছি না এর কারণ হিসেবে তিনি নির্বাচন কমিশনকে সরকারি দলের আজ্ঞাবহ কমিশন বলে দাবি করেন । দক্ষিণের বিএনপির মেয়র প্রার্থী ইশরাকের উপর হামলার সময় পুলিশের আচরণ নিয়ে তিনি বলেন, পুলিশ সরকার ও আওয়ামী লীগের পক্ষে নিচ্ছে ।

তিনি আরোও বলেন,আমরা প্রমাণসহ নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি কিন্তু উল্টো আমাদেরই শোকজ করা হয় ।

তিনি বলেন, জনগণ বিএনপির সাথে থাকলেও গত ১০ থেকে ১১ বছর যে প্রক্রিয়ায় ভোট হচ্ছে সে প্রক্রিয়ায় বিএনপির পক্ষে কোন কিছুই প্রতিফলন ঘটবে না । স

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com