ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বরগুনায় ১০৪০টি ঘরবাড়ি বিধ্বস্ত

0

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় ১ হাজার ৪০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তারমধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৬৮টি ও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৯৭২টি।

বুধবার (২৬ অক্টোবর) বরগুনা জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

জেলা প্রশাসনের আনুমানিক ক্ষয়ক্ষতির তালিকায় দেখা গেছে, ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জেলার দুর্যোগ কবলিত ইউনিয়নের সংখ্যা ৪২টি ও পৌরসভা ৪টি। এসব ইউনিয়ন ও পৌরসভায় ১ লাখ ২৩ হাজার ৭২৫ জন মানুষকে দুর্গত বলে উল্লেখ করা হয়েছে। ঘূর্ণিঝড়ে বরগুনা সদর উপজেলায় গাছে চাপা পড়ে আমেনা খাতুন নামের এক শতবর্ষী বৃদ্ধার মৃত্যু হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com