মশা নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ দুই সিটি করপোরেশন

0

এক বছর চিকুনগুনিয়া তো আরেক বছর ডেঙ্গু- কোনো না কোনোভাবে মশাবাহিত রোগ ভোগায় নগরবাসীকে। চলতি বছর বৃষ্টি তুলনামূলক কম হলেও প্রায় মহামারি আকার ধারণ করেছে ডেঙ্গুজ্বর। প্রতিদিন আক্রান্ত হচ্ছে কমবেশি এক হাজার মানুষ। মৃত্যু ছাড়িয়েছে শতাধিক। যার দায় সিটি করপোরেশনের বলছেন রাজধানীবাসী। মশক নিধনে চিরুনি অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বা জেল-জরিমানা করলেও মশা নিয়ন্ত্রণে আনতে পারছে না দুই সিটি করপোরেশন।

এমন পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মশক নিধন কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। নাগরিকদের অভিযোগ, সিটি করপোরেশনের অদক্ষতার কারণেই নগরে এডিস মশার প্রকোপ বাড়ছে। মশক নিধন নিয়ে তাদের কার্যকর কোনো কর্মপরিকল্পনা নেই। ঠিকমতো মশার ওষুধও ছিটানো হয় না। বিভিন্ন কর্মসূচির নামে কামান দাগা নিয়ে বসে থাকলেও বাস্তবে এর কোনো ফলাফল নেই।

তবে ডিএনসিসি ও ডিএসসিসির দাবি, সাধারণত এডিস মশা বাসাবাড়িতে অব্যবহৃত পাত্র বা জমে থাকা বৃষ্টির পানিতে জন্মায়। সেখানে সিটি করপোরেশনের ওষুধ ছিটানোর সুযোগ থাকে না। নিজ উদ্যোগেই সবাইকে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে, সচেতন হতে হবে নিজেদের। কারও বাড়িতে এডিসের লার্ভা পেলে জেল-জরিমানা করা হয়। এর বাইরে ড্রেন, নালা বা অন্য কোনো স্থাপনায় মশা জন্মালে তার দায় সিটি করপোরেশনের। সে অনুযায়ী তারা কাজ করছে।

রাজধানীর কুড়িল এলাকার বাসিন্দা আবদুল কাদের বলেন, আমার বাসায় পানি জমার কোনো উৎস নেই। তবু পরিবারের চারজন সদস্য ডেঙ্গু আক্রান্ত হয়েছে। দুজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিগত কয়েক মাসে সিটি করপোরেশন থেকে মশার ওষুধ ছিটাতে দেখিনি। এ দায় সিটি করপোরেশন এড়াতে পারে না।

বনশ্রী এলাকার বাসিন্দা ইমরোজ হাসান বলেন, আমরা ট্যাক্স দেই। সিটি করপোরেশন আমাদের কী সুযোগ-সুবিধা দেয়। কোনো বছর মশাই তো নিয়ন্ত্রণে আনতে পারে না। আমাদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে। কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব তো তাদেরই। তারা শুধু অভিযান চালিয়ে জরিমানা করতে পারে। মশার ওষুধ ছিটানোর সময় তাদের খুঁজে পাওয়া যায় না। প্রতিদিন মৃত্যু হচ্ছে ডেঙ্গুতে। সিটি করপোরেশন অভিযানের নামে কামান দাগা নিয়ে ভয় দেখাতে পারে, মশা নিয়ন্ত্রণে আনতে পারে না।

কীট বিশেষজ্ঞরা জানান, অব্যবস্থাপনা, অদক্ষতা, কর্মপরিকল্পনা না থাকাসহ নানা কারণে এডিস মশা নিয়ন্ত্রণে রাখতে পারছে না সিটি করপোরেশন। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে এডিস মশার উপদ্রব বাড়ছে। হাজার হাজার মানুষ ডেঙ্গু আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে সিটি করপোরেশনকে বছরব্যাপী কার্যক্রম হাতে নিতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com