সুনামগঞ্জের ছাতকে অর্ধদিবস হরতাল ও সকাল-সন্ধ্যা নৌ ধর্মঘট চলছে, দুর্ভোগে মানুষ

0

চুনাপাথর উৎপাদন ও খোলাবাজারে অবৈধভাবে বিক্রির অভিযোগে লাফার্জহোলসিমের বিরুদ্ধে ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সুনামগঞ্জের ছাতকে অর্ধদিবস হরতাল ও সকাল-সন্ধ্যা নৌ ধর্মঘট চলছে। হঠাৎ ডাকা হরতালে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। 

বুধবার (২৬ অক্টোবর) সকাল ৬টা থেকে শুরু হওয়া হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত। হরতাল পালনে সড়কে সক্রিয় রয়েছেন নেতাকর্মীরা। সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। এ সময় যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও ব্যবসায়ী শ্রমিকদের মধ্যে তর্ক-বির্তকের ঘটনাও ঘটেছে।

সকাল থেকে ছাতকের বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে পিকেটিং করতে দেখা গেছে। এ সময় ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে হরতাল সফল করার লক্ষ্যে ছাতকের বিভিন্ন পয়েন্টে বাঁশ ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করা হয়। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এদিকে হরতালের সমর্থনে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। অফিসগামীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। হরতালের কারণে শহরের এঙ্গ আন্তঃজেলা বাস চলাচল বন্ধ। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com