ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই বাসের ওপর ভেঙে পড়লো বিলবোর্ড

0

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে দুই বাসের ওপরে একটি বিশালাকৃতির বিলবোর্ড ভেঙে পড়েছে। তবে ওই সময় বাস দুটিতে বেশি যাত্রী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিশালাকৃতির বিলবোর্ডটি বাস দুটি ওপর আছড়ে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পায় পাশের একটি মার্কেট। যেখানে শতশত লোকের আনাগোনা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বারখ্যাত অত্যাধুনিক হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা চৌরাস্তা একটি দৃষ্টিনন্দন স্থান। প্রতিদিন এখানে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ ও দূর-দূরান্তের পর্যটক ভিড় জমান। অত্যাধুনিক এই সড়কটির চারপাশে বিভিন্ন ভবনের ছাদে অপরিকল্পিতভাবে ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে শতশত বিলবোর্ড। সামান্য বাতাসেই মাঝেমধ্যে এসব বিলবোর্ড ভেঙে পড়ার নজির রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com