ঘূর্ণিঝড় সিত্রাং: ভেঙে পড়া গাছ এখনও সরাচ্ছে ডিএসসিসি

0

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বিভিন্ন এলাকায় ছোট-বড় অন্তত শতাধিক গাছ ভেঙে পড়েছিল। সোমবার (২৪ অক্টোবর) রাত থেকে মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত প্রায় সব গাছ সরিয়ে নিলেও ৪/৫টি বড় গাছ  সরাতে পারেনি সংস্থাটি। 

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে খোঁজ নিয়ে জানা গেছে, গাছগুলো সরাতে সংস্থাটি কাজ করে যাচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, অঞ্চল-১ এর ধানমন্ডিতে ১০টি, আইইবি, মৎস্য ভবন, টিএসসি, সার্কিট হাউজ রোড এলাকায় ১০টি, অঞ্চল-২ এর শান্তিনগর, চানমারি মোড় ও আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় ৪টি, অঞ্চল-৩ এর নিলক্ষেত, বুয়েটের ভেতরে, বকশিবাজার বশিরউদ্দিন পার্ক ও আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ৪টি এবং অঞ্চল-৫ এর মানিকনগর ভুতের বাড়ি রেস্টুরেন্ট, সায়েদাবাদ ওয়ান্ডার ল্যান্ড পার্ক ও দয়াগঞ্জ এলাকায় ৪টি বড় গাছ ভেঙে পড়ে। সেগুলোর বেশিরভাগই সরিয়ে নিয়েছে তারা।

এছাড়াও অঞ্চল-১ এ ২৪টি, অঞ্চল-২ ও ৬ এ ৪০টি, অঞ্চল-৪ ও ১০ এ ৬/৭টি, অঞ্চল-৫, ৭, ৯ এলাকার জুরাইন কবরস্থানে ৬টিসহ কমবেশি ১৫টি মাঝারি ও ছোট আকারের গাছ ভেঙে ও উপড়ে পড়েছে। এসব এলাকায় ৪/৫টি বড় গাছ ছাড়া সব গাছ সরানো হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com