ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ভারী বর্ষণ ও ভূমিধস হতে পারে
ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে আজ সকাল থেকে ঢাকাসহ দেশের সাতটি বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সেই সঙ্গে পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে।
সোমবার (২৪ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে আজ সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ভারী ৪৪ মিলিমিটার থেকে অতি ভারী ৮৯ মিলিমিটার বর্ষণ হতে পারে।
ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে বলেও তিনি জানান।