এনডিপির সঙ্গে দ্বিতীয় দফায় সংলাপে বিএনপি
সরকারবিরোধী যুগপৎ আন্দোলন গড়ে তুলতে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শুরু করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় ২০ দলীয় জোটের শরিক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) সঙ্গে সংলাপে বসেছে দলটি।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ শুরু হয়েছে। জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
সংলাপে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান। এনডিপির পক্ষে দলটির চেয়ারম্যান কে এম আবু তাহেরের নেতৃত্বে মহাসচিব আবদুল্লাহ আল-হারুন (সোহেল), প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান, মূসা মণ্ডল, জামিল আহমেদ, ভাইস-চেয়ারম্যান আলী আকবর, সুলতানা পারভীন, মিজানুর রহমান পাটোয়ারী, আব্দুল আজিজ ও যুগ্ম মহাসচিব হাফেজ আবু সাঈদ উপস্থিত রয়েছেন।