বিএনপির হাতে বাংলাদেশ ও দেশের শাসন নিরাপদ নয়: কাদের
বিএনপির হাতে বাংলাদেশ ও দেশের শাসন নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, বিএনপির হাতে দেশের গণতন্ত্র ও আইনব্যবস্থা নিরাপদ নয়, দলটি এদেশের রাজনীতির বিষফোঁড়া।
শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে ও দোয়া মাহফিল শেষ করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, শেখ রাসেলকে যারা হত্যা করেছে, ১৫ আগস্টের হত্যকাণ্ডে যারা জড়িত, ইতিহাস তাদের ক্ষমা করবে না। এই হত্যাকাণ্ড ক্ষমার অযোগ্য।