অবৈধ সরকারের পায়ের তলায় মাটি সরতে শুরু করেছে: যুবদল সভাপতি

0

জাতীয়তাবাদীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, এই অবৈধ সরকারের পায়ের তলায় মাটি সরতে শুরু করেছে। তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। তাই ক্ষমতায় টিকে থাকতে শেষবারের মতো মরণ কামড় দিতে চাইবে। বিএনপির নেতাকর্মীরাও এবার প্রস্তুত আছেন। তারা রাজপথে আছেন স্বৈরাচারের বিষদাঁত ভেঙ্গে দেয়ার জন্য। হয় জীবন, না হয় মরণ। এবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেই তারা ঘরে ফিরবেন।

সোমবার (১৭ অক্টোবর)  রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

আগামী ২৭ অক্টোবর এই সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে দিনভর নানান কর্মসূচি ছাড়াও নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশ করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

টুকু বলেন, দেশকে বাঁচাতে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আর জনগণের ভোটাধিকার, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি রাজপথে আন্দোলন করছে। এই আন্দোলনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা প্রলাপ বকতে শুরু করেছেন। আওয়ামী লীগের লুটেরা নেতাকর্মীদের পায়ের তলা থেকে মাটি সরতে শুরু করেছে। এজন্য তারা নানান ফন্দি-ফিকির করতে শুরু করেছেন, নানান অপকৌশল নিতে শুরু করেছেন।

তিনি বলেন, সারাদেশে বিএনপির নেতাকর্মীদের তালিকা করতে শুরু করেছেন। কিন্তু এসব করে লাভ হবে না। বিএনপিতে লাখো-কোটি নেতাকর্মী। কতজনকে গুম করবেন, কতজনকে হত্যা করবেন। একজন শহীদের রক্ত থেকে লাখো জিয়ার সৈনিক তৈরি হবে। তারাই এসব অপকর্মের প্রতিশোধ নেবে, রুখে দাঁড়াবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, প্রস্তুতি নিতে শুরু করুন। এই ফ্যাসিবাদকে এখনি রুখে দাড়াতে না পারলে দেশ থাকবে না, দেশের স্বাধীনতা থাকবে না। শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য নয়; দেশের ভবিষ্যতকে সুন্দর করতে, স্বাধীনতা যুদ্ধের চেতনা ফিরিয়ে আনতে, মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে এবারের যুদ্ধে জয়লাভ করতেই হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com