বিএনপিকে মোকাবিলা কোনো ব্যাপার না: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির খেলা মোকাবিলা করা তাদের কাছে কোনো ব্যাপার না। দলটির রাজনীতি তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, খালেদা জিয়ার অসুস্থতার মধ্যে ঘুরপাক খাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার (১৭ অক্টোবর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে টেলিভিশন শিল্পী, পরিচালক, প্রযোজক, কুশলীদের সঙ্গে মত বিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, সারা দেশে বিএনপির বিশৃঙ্খলা, হুমকি, আন্দোলন আন্দোলন খেলা আমাদের কাছে মোকাবিলা করা কোনো ব্যাপার না। বিএনপির রাজনীতি তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, খালেদা জিয়ার হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, তারেক রহমানের শাস্তি, খালেদা জিয়ার স্বাস্থ্যর মধ্যে ঘুরপাক খাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি খেলা জমাতে পারছে না। কারণ হচ্ছে, উনারা এর আগেও চেষ্টা করেছিলেন। খালেদা জিয়ার অসুস্থতা, বিদেশ না নিলে মারা যাবে- এসব কথা বলে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি।