‘ভোটারবিহীন নির্বাচন করে সরকার দেশের নাগরিককে ‘দাস’ বানাচ্ছে’
ভোটারবিহীন নির্বাচন করে সরকার দেশের নাগরিককে ‘দাস’ বানাচ্ছে বলে দাবি করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
তিনি বলেন, অগণিত প্রাণের বিনিময়ে অর্জিত, মুক্তিযুদ্ধের রাষ্ট্র, বাংলাদেশে জনগণের সমর্থন ও সম্মতি ছাড়া মসনদ দখল করে জনগণকে ক্রীতদাসে পরিণত করার ভয়ংকর রাজনীতি বন্ধ করতে হবে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেল উত্তরায় তুরাগ থানা জেএসডি আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি ।
স্বপন বলেন, ভোটার বিহীন সংস্কৃতি রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। সুতরাং গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে বর্তমান ক্ষমতাসীন সরকারকে বিদায় করাই জনগণের প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।