নির্বাচনে আওয়ামী লীগকে ভোট না দিলে তালিকা করে ব্যবস্থা: নানক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে দলের ভোটাররা ভোট না দিলে তার হিসাব দিতে হবে শেখ হাসিনাকে। কে কাকে ভোট দেবেন তা জানা অসম্ভব কিছু নয়। যারা ভোট দেবেন না, তালিকা বের করে তাদের বিরুদ্ধে কঠোর দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার সন্ধ্যায় হোটেল সী-গালের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সূচনা বক্তব্য রাখতে গিয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনার বরাত দিয়ে এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।
কক্সবাজার খুবই গুরুত্বপূর্ণ জায়গা উল্লেখ করে নানক আরও বলেন, কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের ভোটের দিকে তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। কে কী করছেন, কে কার পক্ষে কাজ করছে এবং যারা দলীয় সিদ্ধান্তের বাইরে যাবে ভবিষ্যতে তাদের আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না বলে সাফ জানান নানক।