মদিনা সনদে দেশ চালানোর ওয়াদা ছিল সরকারের ধোঁকা: মুফতি রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামী নীতি ও আদর্শের আলোকে দেশ পরিচালিত না হওয়ায় রাজনৈতিক নিপীড়ন থামছে না। বিনা ভোটের বর্তমান সরকারও ২০০৮ সালে তাদের নির্বাচনী ইশতেহারে বলেছিল ক্ষমতায় গেলে মদিনার সনদ অনুযায়ী দেশ পরিচালনা করবে।
কিন্তু তাদের সেই ওয়াদা ধোকায় পরিণত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন সম্ভব শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মদিনা সনদে দেশ চালানোর ওয়াদা ছিল ধোকা। ইসলামের নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত না হওয়ায় দেশ এখন দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয়েছে। সর্বত্র দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের ছড়াছড়ি। এ অবস্থায় একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। আগামী নির্বাচনে একজন আল্লাহ ভীরু নেতা নির্বাচনের মাধ্যমে দেশকে সংঘাতের হাত থেকে রক্ষা করতে হবে।