সাগর-রুনি মিলনায়তনে বিএনপি নেতা হিফজুল বারির স্মরণসভা অনুষ্ঠিত
বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা প্রয়াত হিফজুল বারীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে।
আজ শুক্রবার (১৪ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিকদার হাফিজের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির মিডিয়া সেলের প্রধান সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। আগৈলঝাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় বিশেষ অতিথি ছিলেন- বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।
অনুষ্ঠানে মরহুম হিফজুল বারীর দু’কন্যা ও স্বজনরা ছাড়াও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন বলেন, মরহুম হিফজুলের মত নেতার মৃত্যু এ মুহূর্তে দলের জন্য অপূরণীয় ক্ষতি। হিফজুল ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ কর্মী। তার শোকসন্তপ্ত পরিবারে পাশে দল সব সময় থাকবে।