সাগর-রুনি মিলনায়তনে বিএনপি নেতা হিফজুল বারির স্মরণসভা অনুষ্ঠিত

0

বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র নেতা প্রয়াত হিফজুল বারীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে।

আজ শুক্রবার (১৪ অক্টোবর) এ সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিকদার হাফিজের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির মিডিয়া সেলের প্রধান সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। আগৈলঝাড়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সভায় বিশেষ অতিথি ছিলেন- বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল।

অনুষ্ঠানে মরহুম হিফজুল বারীর দু’কন্যা ও স্বজনরা ছাড়াও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন বলেন, মরহুম হিফজুলের মত নেতার মৃত্যু এ মুহূর্তে দলের জন্য অপূরণীয় ক্ষতি। হিফজুল ছিলেন দলের জন্য নিবেদিতপ্রাণ কর্মী। তার শোকসন্তপ্ত পরিবারে পাশে দল সব সময় থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com