শকুনের দোয়ায় যেমন গরু মনে না, তেমনি বিএনপির দোয়াতেও সরকারের পতন হবে না: কাদের
শকুনের দোয়ায় যেমন গরু মনে না, তেমনি বিএনপির দোয়াতেও সরকারের পতন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন, আন্দোলনে পতন হবে এই সরকারের। গত এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি মহাসচিব তাদের হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে এমনটা বলে আসছেন। সরকার পতনের লক্ষ্যে তারা কখনো শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন, কখনো ভাস্কর্য বিরোধী আন্দোলন এবং কখনো শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের ওপর ভর করেছে। কিন্তু সব ক্ষেত্রেই বিএনপি ব্যর্থ হয়েছে।’
শুক্রবার (১৪ অক্টোবর) গণমধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতারা সবসময় সরকারের পতন কামনা করে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কিন্তু শকুনের দোয়ায় যেমন গরু মরে না তেমনি বিএনপি’র দোয়ায়ও সরকারের পতন হবে না। সরকারের পদত্যাগের যে অলীক স্বপ্ন বিএনপি নেতারা দেখছেন এবং তাদের কর্মীদের দেখাচ্ছেন তা বাস্তবে কখনো ঘটবে না। ক্ষমতা দেবার মালিক মহান আল্লাহ এবং ক্ষমতার উৎস দেশের জনগণ। জনগণ যতদিন চাইবে শেখ হাসিনা সরকার ততদিন ক্ষমতায় থাকবে। বিএনপি নেতাদের কথায় সরকারের পতন হবে না।’