নেতাকর্মীদের প্রস্তত থাকতে হবে প্রতিটি আঘাতের উত্তর সময় হলেই দেওয়া হবে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, হামলা করে রক্ত ঝরিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আর প্রতিরোধ নয়, এবার প্রতিশোধ নিতে হবে। এই প্রতিশোধের জন্য নেতাকর্মীদের প্রস্তত থাকতে হবে।
চট্টগ্রামে মহাসমাবেশে যাওয়ার পথে হামলার শিকার ফেনীর আহত নেতাকর্মীদের দেখতে এসে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে তিনি একথা বলেন।
ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের রামপুরের বাসায় অবস্থান করে নেতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন কেন্দ্রীয় বিএনপির এ নেতা।
চট্টগ্রামের মহাসমাবেশে যাওয়ার পথে পথে বিএনপি নেতাকর্মীদের আঘাত করাসহ বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়ে রিজভী আহমেদ বলেন, ‘প্রতি ফোঁটা রক্তের দায় সরকারকে নিতে হবে। প্রতিটি আঘাতের উত্তর সময় হলেই দেওয়া হবে।’