‘গাইবান্ধার উপ-নির্বাচনেই প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়’

0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গাইবান্ধার উপ-নির্বাচনই প্রমাণ করে দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একথা আমরা আগে থেকেই বলে আসছি, যা প্রমাণিত হলো। কাজেই গণতন্ত্র ধ্বংসকারী এ সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দেওয়া পর্যন্ত এই সংকট থেকে উত্তরণ হওয়া সম্ভব নয়।

বৃহস্পতিবার  (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, সরকার রাষ্ট্রপতির দপ্তর থেকে শুরু করে দেশের গুরুত্বপূর্ণ ২৯টি দপ্তর সম্প্রতি তথ্যপ্রযুক্তি আইনের ১৫ ধারার আওতাভুক্ত করে গণমাধ্যমের স্বাধীনতা নষ্ট করছে।

বিএনপির মহাসচিব বলেন, আগামীতে যদি দুর্ভিক্ষ হয়, তাহলে প্রধানমন্ত্রী আছেন কেন? দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো তার। যদি তা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি পদত্যাগ করুন।

দেশের মানুষের জন্য কিছু করতে না পারলে আপনার প্রধানমন্ত্রী থাকার কোনো প্রয়োজন নেই।

চট্টগ্রামে আমাদের যে সমাবেশ হয়েছে, তাতে লাখো মানুষের সমাগম দেখে বোঝা যায়, বিএনপি কখনো থেমে থাকার দল নয়। আন্দোলনের মাধ্যমেই সরকার পতন করা হবে, যোগ করেন ফখরুল।

এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com