গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে, নির্বাচন কমিশনের অসহায়ত্ব ফুটে উঠেছে: চরমোনাই

0

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) অসহায়ত্ব ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

তিনি বলেন, একটি ভোটকেন্দ্রে সুষ্ঠু নির্বাচনে ব্যর্থ নির্বাচন কমিশনের পক্ষে দলীয় সরকারের অধীনে ৩০০ আসনে সুষ্ঠু নির্বাচন করা কীভাবে সম্ভব? একটি আসনে উপ-নির্বাচন করতে গিয়ে ৫১টি ভোট কেন্দ্রের ভোট বন্ধের মাধ্যমে প্রমাণ হয়েছে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চরমোনাই পীর বলেন, বর্তমান সময়ে দেশের মানুষের প্রত্যাশা হলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু দলীয় সরকারের অধীনে সে নির্বাচন যে অসম্ভব তা আজকের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ৫১টি কেন্দ্র বন্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com