‘চিকিৎসা না দিয়ে গ্রেফতার করে নিয়ে যাওয়া মানবাধিকার লঙ্ঘন’

0

আহত নেতাকর্মীদের চিকিৎসা না দিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া ও অন্যায়ভাবে জামিন না দেয়া মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এক মানববন্ধনে এমন মন্তব্য করেন বক্তারা।

মানববন্ধনে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বলেন, ‘আমাদের নেতাকর্মীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামালার পরে আবারো হাসপাতালে হামলা করা হয়েছে, যা বিশ্বের কোনো দেশের ইতিহাসে নেই। এমনকি যুদ্ধাবস্থায়ও কখনো এমন হয়নি যে, চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালে হামলার শিকার হয়েছে।’

তিনি বলেন, হাসপাতাল থেকে তাদের গ্রেফতারের বিষয়টি একটি অমানবিক আচরণ। তাদের বিরুদ্ধে যে ছয়টি অভিযোগ করা হয়েছে তার মধ্যে চারটিতেই তারা জামিন পাবার যোগ্য বলেও দাবি করেন তিনি। এছাড়াও তাদের পরীক্ষাসহ আরো সকল মানবিক বিষয়ে বলা হলেও আদালত তাদের জামিন দেয়নি। রাজনৈতিকভাবে কর্মসূচিতে হামলা মানবাধিকারের ভায়োলেশন। কিন্তু তাদের চিকিৎসা নেয়ার অধিকার না দেয়া মানবাধিকারের লঙ্ঘন।

বিশ্ববিদ্যালয় শাখার নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক নুসরাত তাবাসসুম বলেন, গত কিছুদিন আগে আমাদের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা কার হয়েছে। তাদের ওপর হামলা করে আবার তাদেরকেই গ্রেফতার করা হয়েছে। আমরা মনে করি, ‘এটি পুলিশ বাহিনীর একটা বড় ব্যর্থতা এবং সরকারের লেজুড়বৃত্তির একটি অংশ।,

নুসরাত বলেন, আদালতের প্রতি সম্মান রেখেই বলছি, ‘বাংলাদেশের বিচারব্যবস্থা বর্তমানে ক্ষমতাসীনদের কাছে কুক্ষিগত হয়েছে। আমরা এই হামলার সঠিক বিচার চাই। ক্যাম্পাসে সুস্থ রাজনীতির ধারা চালু করতে হলে অবশ্যই সকলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। মত প্রকাশ করতে গিয়ে সেখানে হামলা হওয়াকে বাক স্বাধীনতার হরণ বলেই মনে করি।’

মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে বিদেশে অধ্যায়নরত ২৬ জন শিক্ষার্থীর দেয়া একটি বিবৃতি পড়ে শোনানো হয়। সেখানে তারা হামলার নিন্দা জানান এবং গ্রেফতারকৃত শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com