শেখ হাসিনা মানবাধিকার ব্যবসায়ীদের মুখে চুনকালি দিয়েছেন: সেলিম মাহমুদ
বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, বিশ্ব মানবাধিকার পরিষদ নির্বাচনে সারা বিশ্ব বাংলাদেশকে সর্বাধিক ভোট দিয়ে নির্বাচিত করে প্রমাণ করেছে, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শুধু নিজের দেশেই মানবাধিকারকে সুরক্ষা দেয় না, বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে বাংলাদেশ অগ্রণী ভূমিকা রাখছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশের এই বিজয় মানবাধিকার ব্যবসায়ীদের মুখে চুনকালি দিয়েছে।
একটি ক্ষুদ্র অথচ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাষ্ট্র হওয়া সত্ত্বেও ১১ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবন রক্ষা করে শেখ হাসিনার বাংলাদেশ সমকালীন বিশ্বে মানবাধিকার রক্ষায় সবচেয়ে বড় নজির সৃষ্টি করেছে।
বাংলাদেশ ছাত্রলীগ কচুয়া উপজেলা শাখা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।