বিএনপিকে পদ্মার এপারে নামতে দেওয়া হবে না: শেখ হেলাল

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন বলেছেন, ওরা (বিএনপি) আমাদেরকে ১০  ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছে, এত সাহস! বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখনই বাগেরহাট শহর থেকে ধাওয়া দিয়ে ওদের দড়াটানা নদীর ওপারে পার তাড়িয়ে দিয়েছি। যতই চিল্লাচিল্লি করুক, বিএনপিকে পদ্মার এপারে নামতে দেওয়া হবে না।

বুধবার (১২ অক্টোবর) বিকেলে বাগেরহাট রেলরোডে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শেখ হেলাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেতা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এজন্য নেতাকর্মীদের একান্ত প্রচেষ্টায় আগামী নির্বাচনে বাগেরহাটের চারটি আসনই শেখ হাসিনাকে উপহার দিতে চাই। নিরুঙ্কুশ বিজয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বঙ্গবন্ধুর এই ভ্রাতুষ্পুত্র।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com