নির্বাচনের আগে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া সরকারের দূরভিসন্ধি: গণতন্ত্র মঞ্চ
গণতন্ত্র মঞ্চ দাবি করেছে, নির্বাচনের আগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়ার ঘটনা সরকারের নতুন এক দুরভিসন্ধি।
গণতন্ত্র মঞ্চের নেতারা প্রশ্ন তোলেন, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জাতীয় সুরক্ষা সেবার অধীনে নিয়ে যাওয়া হচ্ছে কীসের স্বার্থে?
বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মঞ্চের পক্ষে জোনায়েদ সাকি সই করা এক বিবৃতিতে নেতারা এ অবস্থান ব্যক্ত করেন।
মঞ্চের বিবৃতিতে বলা হয়, সরকার রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে করতে এমন জায়গায় পৌঁছেছে—এখন কী করবে তাও প্রায়শই গুলিয়ে ফেলছে। জাতীয় পরিচয়পত্রকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ তার একটি উদাহরণ মাত্র।
‘এই দূরভিসন্ধিমূলক সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং এ ধরনের পদক্ষেপের যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে হবে সরকারকে।’ বলে বিবৃতিতে উল্লেখ করে গণতন্ত্র মঞ্চ।
গাইবান্ধায় নির্বাচনি জটিলতার বিষয়ে মঞ্চ জানিয়েছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, তা আবারও প্রমাণ হলো।