চট্টগ্রামে বিএনপির সমাবেশ: সমাবেশে ফেনীর হাজার হাজার নেতাকর্মী অংশ নিচ্ছে

0

বিএনপির সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে বুধবার (১২ অক্টোবর) চট্টগ্রামে হচ্ছে বিভাগীয় মহাসমাবেশ। এ সমাবেশকে কেন্দ্রে করে ফেনীর বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্র জানিয়েছে, সমাবেশে ফেনী থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন। এরই মধ্যে ফেনী থেকে চট্টগ্রামে পৌঁছেছেন প্রায় পাঁচ হাজারের বেশি নেতাকর্মী।

বিএনপির নেতাকর্মীরা বলছেন, সমাবেশে অংশ নিতে বাধা হিসেবে পরিবহন চলাচল বন্ধসহ নানাভাবে হয়রানি করা হতে পারে। তাই তারা বিভিন্ন কৌশলে চট্টগ্রামে যাচ্ছেন।

এদিকে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু মঙ্গলবার থেকেই চট্টগ্রাম অবস্থান করছেন।

এরমধ্যে মঙ্গলবার ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও ফেনী-১ আসনের সমন্বয়ক রফিকুল আলম মজনু প্লেনে চট্টগ্রামে পৌঁছেছেন। ওই বহরে ফেনীর নেতাদের মধ্যে রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা যুবদল সাধারণ সম্পাদক খন্দকার নাসির উদ্দিন।

এছাড়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন চট্টগ্রামে পৌঁছেছেন। এদিকে বুধবার ভোরে ঢাকা থেকে রওনা হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com