আ.লীগ-ছাত্রলীগ-যুবলীগের বাধার পরও চট্টগ্রাম সমাবেশে মিরসরাইয়ের ৫ হাজার নেতাকর্মী
আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ-যুবলীগের বাধা, মহড়া ও তল্লাশীর পরও চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির মহাসমাবেশে অংশ নিচ্ছে মিরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও দু‘পৌরসভার অন্তত পাঁচ হাজার নেতাকর্মী। সরকারি দলের বাধা না পেলে আরো সাত থেকে আট হাজার নেতাকর্মীর যোগদানের সুযোগ পেত বলে জানান উপজেলা বিএনপির আহ্ববায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।
উপজেলা বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, এ সমাবেশে মিরসরাই থেকে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন। এরই মধ্যে বেশির ভাগ চট্টগ্রাম শহরে পৌঁছেছেন। সমাবেশে অংশ নিতে বাধা হিসেবে পরিবহন চলাচল বন্ধসহ নানাভাবে হয়রানি করা হতে পারে আগে থেকে জেনেই অনেকে বিভিন্ন কৌশলে চট্টগ্রামে শহরে পৌঁছান তারা।