‘আ.লীগ সরকারের অসদাচরণের কারণে মুক্তিযুদ্ধের চেতনা এখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে’

0

সাতদলীয় জোট গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকারের অসদাচরণের কারণে মুক্তিযুদ্ধের চেতনা এখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে। সব অর্জন ডুবতে বসেছে। হত্যা, নির্যাতন, গায়েবি মামলা, লুটপাট আর ভোটাধিকার হরণ করে তারা গণতন্ত্রকেই বিসর্জন দিয়েছে। উন্নয়নের নামে তারা এতদিন ভাঁওতাবাজি করেছে। সরকারের মন্ত্রী, এমপি, নেতারা বেহেশতে আছেন, কিন্তু দোজখে আছে কোটি কোটি মানুষ।

সভা-সমাবেশে বাধা, হামলা-মামলা বন্ধের দাবিতে গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে নেতারা এসব কথা বলেছেন।

এতে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষ ব্যাগ নিয়ে বাজারে যায়, কিন্তু পকেটে টাকা নেই। দেশজুড়ে দুর্ভিক্ষ অবস্থা। এই সরকার থাকলে জনগণের কষ্ট যাবে না।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে টাকা হাতিয়ে নিয়েছেন, আগামী ২০০ বছর তাদের চৌদ্দ পুরুষ খেলেও তা শেষ হবে না।

আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com