আ.লীগের কমিটি গঠন নিয়ে চেয়ার ছোঁড়াছুঁড়ি: ঝামেলা দেখে সটকে পড়েন নেতা
সিলেটে আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে। এতে এক নারী নেত্রীসহ ৩ জন আহত হয়েছেন।
এ সময় সুযোগ বুঝে সটকে পড়েন মহানগর আওয়ামী লীগের এক নেতা।
সোমবার (১০ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে নগরের মিরাবাজারে আগপাড়াস্থ কো-অপারেটিভ ক্লাব ভবনের সামনে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, সিলেট মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করছে মহানগর আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় সোমবার নগরের ১৮ নম্বর ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নিজের পছন্দের ব্যক্তিকে সাধারণ সম্পাদক করতে গিয়ে তোপের মুখে পড়েন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এ সময় সংঘর্ষ ও চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। আহত হন এক নারী নেত্রীসহ তিনজন। পরে সুযোগ বুঝে সম্মেলন থেকে সটকে পড়েন অধ্যাপক জাকির হোসেন।